বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

এক নজরে জেলা


১।      আয়তনঃ ২,৬৯৯.৫৬ বর্গ কি.মি.।

২।      নির্বাচনী এলাকাঃ ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি।
৩।        সংসদীয় আসনঃ ০১টি।
৪।      উপজেলাঃ ০৮টি (খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি, মহালছড়ি, লক্ষ্মীছড়ি
ও রামগড়)।
৫।      থানাঃ ০৯টি।

৬।      পৌরসভাঃ ৩টি (খাগড়াছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা)।

৭।      ইউনিয়নঃ ৩৫টি।

৮।      মৌজাঃ ১২১টি।
         
৯।      গ্রামঃ ১,৩৮৮টি।

১০।       জনসংখ্যাঃ ৫,১৮,৪৬৩ জন (পুরুষ-২,৭১,১৩১জন এবং মহিলা-২,৪৭,৩৩২জন)
             [২০০১ সালের আদম শুমারি অনুসারে]।
(ক) উপজাতি-২,৬৯,৯০৪জন (৫২%)।
      [চাকমা-১,৪৬,০৪৫, মারমা-৫৫,৮৪৪, ত্রিপুরা-৬৭,৩৪২, অন্যান্য-৬৭৩]
(খ) অ-উপজাতি-২,৪৮,৫৫৯ জন (৪৮%)।

১১।    জনসংখ্যা ঘনত্বঃ প্রতি বর্গ কিলোমিটারে ১৯২ জন।
১২।    শিক্ষার হারঃ ৪৪.০৭% (পুরুষ-৫৪.১৯%, মহিলা-৩৩.৬২%)।

১৩।   প্রাথমিক বিদ্যালয়ে গমনের হারঃ ৮৩%।

১৪।    শিক্ষা প্রতিষ্ঠানঃ ৫৪৭টি।
(ক) কলেজ-৭টি।
(খ) উচ্চ বিদ্যালয়-৭১টি (সরকারি-৫টি ও বেসরকারি-৬৬টি)।
(গ) সরকারি প্রাথমিক বিদ্যালয়-৪২০টি (সরকারি-৩২০টি ও বেসরকারি-১০০টি)।
(ঘ) কিন্ডার গার্টেন-০৯টি।
(ঙ) মাদ্রাসা-১৩টি (মাদ্রাসা শিক্ষা বোর্ড এর অধীন)।
(চ) এবতেদায়ী মাদ্রাসা-২২টি।
(ছ) অন্যান্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান-০৩টি।
(জ) কারিগরি বিদ্যালয় বিদ্যালয় ও মহাবিদ্যালয়-০১টি।
(ঝ) টেক্সটাইল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট-০১টি।
১৫।    ধর্মীয় উপাসনালয়ঃ ৭৫১টি।
            (ক) মসজিদ-২৫৫টি।
            (খ) বৌদ্ধ মন্দির (ক্যাং)-২৬৩টি।
            (গ) মন্দির-২০৭টি।
            (ঘ) গীর্জা-২৬টি।

১৬।    গুচ্ছগ্রাম ও ভারত প্রত্যাগত শরণার্থীঃ
            (ক) ১। গুচ্ছগ্রামের সংখ্যা-৮১টি।
                 ২। গুচ্ছগ্রামে বসবাসরত পরিবার-৫৩,৮৫৫টি।
                 ৩। গুচ্ছগ্রামে রেশন কার্ডধারী পরিবার-২৬,২২০টি।
                 ৪। রেশন কার্ডবিহীন পরিবার-২৭,৬৩৫টি।
                 ৫। গুচ্ছগ্রামে বসবাসকারী জনসংখ্যা-২,১২,১৬৫জন।
            (খ) ১। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পরিবার-১২,১৭০টি।
                 ২। রেশন কার্ডধারী পরিবার-১২,১৭০টি।
                 ৩। ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীর সংখ্যা-৬৪,৩৩৪জন।

১৭।    খাস জমি সংক্রান্তঃ
(ক) মোট খাস জমির পরিমাণ-৩,০৫,৯৬৫.৭৩ একর।
(খ) বন্দোবস্তকৃত জমির পরিমাণ-১,৮০,২৭৯.৬২ একর।
            (গ) বর্তমানে খাস জমির পরিমাণ-১,২৫,৬৮৬.১১ একর।

১৮।   সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃ
            (ক) সিনেমা হল-০১টি।
(খ) উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট-০১টি।
(গ) শিশু একাডেমি-০১টি।
(ঘ) শিল্পকলা একাডেমি-০১টি।
১৯।    স্টেডিয়ামঃ ০১টি (জিমনেসিয়ামসহ)।

২০।   প্রেস ক্লাবঃ ০২টি।

২১।    জেলা কারাগারঃ ০১টি।

২২।   দর্শনীয় স্থানঃ
v        আলুটিলা পাহাড়ের রহস্যময় সুড়ঙ্গ ;
v        নুনছড়ি মৌজার দেবতা পুকুর;
v        রিছাং ঝর্ণা;
v        ঐতিহাসিক রামগড় (ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস্ বর্তমান বিডিআর এর প্রথম হেডকোয়ার্টার);
v        রামগড় লেক;
v        পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের খামার;
v        দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল;
v        ভগবান টিলা।
২৩।   পর্যটন কেন্দ্রঃ
(ক) আলুটিলা পর্যটন কেন্দ্র।
                                           (খ) নূনছড়ি দেবতা পুকুর।
                                           (গ) দীঘিনালা সংরক্ষিত বনাঞ্চল।
(ঘ) খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র।
(ঙ) দুই টিলা ও তিন টিলা, দীঘিনালা।
(চ) ভগবান টিলা

২৪।    নদীঃ ০৩টি (চেঙ্গী, মাইনী, ফেণী)।

২৫।   চা-বাগানঃ ০১টি (রামগড়)।

২৬।   রাবার বাগানঃ ৩,৪০০.০০ একর।

২৭।    সেনাবাহিনী ব্রিগেডঃ ০২টি (খাগড়াছড়ি ও গুইমারা)।

২৮।   বিডিআর সেক্টরঃ ০১টি।

২৯।   ব্যাংকঃ ০৬টি ( মোট শাখা-২১টি)।

৩০।   এনজিওঃ ৩৪টি।
            (ক) জাতীয় ও আন্তর্জাতিক-০৭টি।
            (খ) স্থানীয়-২৭টি।

৩১।   প্রধান সমস্যাঃ বিদ্যুৎ।

৩২।   যোগাযোগ ব্যবস্থাঃ 
পাকা রাস্তা-২৯৬.৩৬ কি. মি.।
আর্ধ পাকা রাস্তা-২৬১ কি. মি.।

৩৩।   প্রাকৃতিক সম্পদঃ   
            (ক) কৃষিজ-(১) প্রধান ফসলঃ ধান ,গম, ভুট্টা, সরিষা, তুলা, আখ ও শাকসবজি ইত্যাদি।
             (২) ফলমূলঃ আম, কাঁঠাল, আনারস, কলা, পেঁপে, পেয়ারা, লেবু  ও তরমুজ ইত্যাদি।
(খ) খনিজ- গ্যাস (সিমুতাং গ্যাসফিল্ড, মানিকছড়ি)।
(গ) বনজ- সেগুন, গামারী, কড়ই, গর্জন, চাপালিশ, জারুল ইত্যাদি।

৩৪।   সম্ভাবনাময় ক্ষেত্রঃ
(ক) পর্যটন                                 (খ) বনজ সম্পদ
(গ) খনিজ সম্পদ                          (ঘ) হস্তশিল্প
(ঙ) রাবার শিল্প                            (চ) ফলভিত্তিক শিল্প।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন