বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১২

এক নজরে খাগড়াছড়ি জেলা


খাগড়াছড়ি পার্বত্য জেলা সম্পর্কিত সাধারণ তথ্য

জেলা সৃষ্টির ইতিহাস --- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি বৃটিশদের শাসন আমলে বৃহত্তর চট্টগ্রাম এর অংশ ছিলো। পার্বত্য চট্টগ্রাম অংশটি তিনটি মহকুমায় বিভক্ত ছিলো। মহকুমা তিনটির নাম যথাক্রমে-- রাংগামাটি, রামগড় এবং বান্দরবান। রামগড় মহকুমাটি তিনটি থানা যথাক্রমে-রামগড় সদর,দিঘীনালা ও মহালছড়ি এর সমন্বয়ে প্রশাসনিক অঞ্চল রুপে পরিচি‎হ্নিত ছিলো। খাগড়াছড়ি ছিলো মহালছড়ি উপজেলার একটি ইউনিয়ন। ১৯৬৮ সালে খাগড়াছড়ি ইউনিয়নকে থানা হিসেবে ঘোষনা করা হয়। ১৯৮৩ সালে ৮টি উপজেলা যথাক্রমে - মহালছড়ি,রামগড়,লক্ষ্মীছড়ি,দিঘীনালা,পানছড়ি,মানিকছড়ি মাটিরাংগা এবং খাগড়াছড়ি সদর উপজেলার সমন্বয়ে খাগড়াছড়ি থানা কে জেলা হিসেবে প্রশাসনিক স্বীকৃতি প্রদান করা হয়। এ অঞ্চলটির পাশ দিয়ে বয়ে চলা ছড়া/ঝিরি র দুই পার্শ্বে নলখাগড়ার ঘন বন ছিলো। এলাকায় প্রচলিত আঞ্চলিক ভাষায় ছড়া/ঝিরি কে বলা হয় ‘ছড়ি’। জনশ্রুতি অনুসারে ছড়া/ঝিরি র দুই পার্শ্বে ঘন নলখাগড়া বনের আধিক্যতার কারণে এ অঞ্চলটির নাম করন করা হয় খাগড়াছড়ি।
জেলার অবস্থান -- ২২.৩৮০ এবং ২৩.৪৪০ উত্তর অক্ষাংশ, ৯১.৪৪০ পূর্ব দ্রাঘিমাংশ
জেলার সীমানাঃ খাগড়াছড়ি জেলার উত্তরে এবং উত্তর-পশ্চিমে ভারতের পুরা রাজ্য, পূর্বে এবং দক্ষিণ-পূর্বে ও দক্ষিণে রাংগামাটি জেলার যথাক্রমে বাঘাইছড়ি,লংগদু এবং নানিয়াচর উপজেলা, দক্ষিণ-পশ্চিমে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা

জেলার আয়তন ---- ২,৬৯৯,৫৬ বর্গ কিলোমিটার

জলবায়ু-- সর্বোচ্চ গড় তাপমাত্রা ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনম্নি গড় তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস । বার্ষিক গড় বৃষ্টিপাত ৩৮.৩২
মিলিমিটার

নদ-নদী---- ৩(ফেণী , চেংগী ও মাইনী )

প্রশাসনকি উপজলো --- ৮টি
পৌরসভা ---- ০৩টি (রামগড়,মাটিরাংগা এবং খাগড়াছড়ি সদর)
সার্কেল-২টি (মং সার্কেল এবং চাকমা সার্কেল এর কিয়ংদংশ )
ইউনয়িন ---- ৩৪টি

মৌজা --- ১২১টি
গ্রাম ---১৩৮৮টি
জনসংখ্যা--- ৫,১৮৬৬৩
জনসংখ্যার ঘনত্ব --- প্রতি বর্গকিমি এ ১৯২ জন
ধর্মীয় প্রতিষ্ঠান --- ৭৫১টি(মসজিদ-২৫৫টি,বৌদ্ধ মন্দির-২৬৩টি,হিন্দু ধর্মাবলম্নীদের মন্দির-২০টি ও গীর্জা-২৬টি
বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র --- ০৪টি
এনজিও ----- ৩৪টি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন